বামাআকফে কতৃক নিবন্ধিত ‘‘রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন”- এর সাধারন সম্পাদক হলেন মুমিত হাসান (ব্রাইট)

গত ১২ অক্টোবর ২০২৩ ইং- তারিখে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ( জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত ) কতৃক রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক ( কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ব্লাক বেল্ট ৩য় ড্যান )- মুমিত হাসান ( ব্রাইট ) এর হাতে নিবন্ধন সনদ প্রদান করেন বামাআকফে এর- সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব হাসান উজ জামান মনি এবং উক্ত সনদ পত্রে স্বাক্ষরিত রয়েছে বামাআকফে এর সভাপতি -বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনু ( সংসদ সদস্য ও সভাপতি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী পর্ষদ )।

 

রাজশাহী বিভাগীয় ৮ টি জেলায় ( রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট ) যারা কোরিয়ান মার্শাল আট তায়কোয়ানদো (কুক্কিয়ন) অন্তগত আগ্রহী প্রতিষ্ঠান গুলি রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন কতৃক তায়কোয়ানদো ( কুক্কিয়ন ) ক্রীড়া বিষয়ে বিভিন্ন সহযোগীতা ভোগ করতে পারবে।

রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন টি শুধুমাত্র ওয়ার্ড তায়কোয়ানদো ফেডারেশন এর কুক্কিয়ন স্টাইল নিয়ে প্রশিক্ষন প্রদান করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *