রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ছোটবেলাতেই রাজনীতি সচেতন ছিলেন যে খোকা, কালের পরিক্রমায় তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে যোগ হয়েছে স্বাধীন বাংলাদেশের নাম। বাঙালির সেই অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী রোববার।
সার্বভৌম বাংলাদেশের স্থপতির জন্মবার্ষিকী বাংলাদেশ উদযাপন করবে জাতীয় শিশু দিবস হিসেবেও।
বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাধারণ এক পরিবারে। পিতা শেখ লুৎফর রহমান ও মা সায়েরা খাতুনের ছয় সন্তানের মধ্যে তৃতীয় তিনি। গ্রামীণ আবহেই বেড়ে ওঠেন চার বোন এবং দুই ভাইয়ের সান্নিধ্যে। ছোট বেলা থেকেই তার সমাজ ও রাজনীতি সচেতন হওয়ার দৃষ্টান্তের দেখা মেলে। কিশোর বয়সেই তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নিতে শুরু করেন।
মুমিত হাসান ব্রাইট
সাধারন সম্পাদক ও প্রধান প্রশিক্ষক
রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন