রুয়েট তায়কোয়ানদো একাডেমীর প্রশিক্ষনার্থীরা পেল তায়কোয়ানদো হলুদ বেল্ট

গত ১৫ জানুয়ারী ২০২৪ইং তারিখে বামাআকফে কতৃক অনুমদিত রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর বিভাগীয় তায়কোয়ানদো বেল্ট টেস্ট এর ফলাফল প্রকাশ করা হয় ২৯ জানুয়ারী ২০২৪ইং তারিখে। উক্ত তায়কোয়ানদো বেল্ট টেস্ট এ অংশগ্রহন করে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ৬৮ জন প্রশিক্ষনার্থী । তারমধ্যে রুয়েট তায়কোয়ানদো একাডেমী থেকে অংশগ্রহন করেছিল ৮ জন প্রশিক্ষনার্থী এবং সকলেই রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর বিভাগীয় তায়কোয়ানদো বেল্ট টেস্ট পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে।

রুয়েট তায়কোয়ানদো একাডেমীর প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন –

মুমিত হাসান

01711942538

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *