রাজশাহীর মারিন আশরাফীর ৩য় স্থান অর্জন-বিকেএসপি ইন্টারন্যাশনাল তায়কোয়ানদো প্রতিযোগীতায়-২০২৪

গত ১২-১৩ জুন ২০২৪ইং তারিখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত ১ম বিকেএসপি কাপ ইনভাইটেশনাল ইন্টারন্যাশনাল তায়কোয়ানদো প্রতিযোগীতায় জুনিয়র  ৪৪ কেজি ওজন শ্রেনীতে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর খেলোয়াড় বিকেএসপির পক্ষ থেকে মারিন আশরাফী ৩য় স্থান অর্জন করেছে। উক্ত তায়কোয়ানদো প্রতিযোগীতার প্রধান অতিথি হিসেবে ছিলেন  বিকেএসপির ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কর্নেল মো. মিজানুর রহমান।

১ম বিকেএসপি কাপ ইনভাইটেশনাল ইন্টারন্যাশনাল তায়কোয়ানদো প্রতিযোগীতায় বাংলাদেশ (বিকেএসপি,রাজশাহী,সিরাজগঞ্জ,চট্টগ্রাম),মালদীপ ও নেপাল অংশগ্রহণ করে মোট প্রতিযোগির সংখ্যা ছিল প্রায় ১৫০ জন । প্রতিযোগীতা সুষ্ঠ,সুন্দর ও নিখুতভাবে পরিচালনার জন্য বিশেষ ভূমিকা পালন করেন বিকেএসপি তায়কোয়ানদো বিভাগের কোচ ও বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান- জনাব  মো. রাশেদুল হাসান ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *