রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন কর্তিক আয়োজিত হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় রেফারি কোর্স ।
রাজশাহী বিভাগে কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানদো ক্রীড়াটির প্রচার, প্রসার ও উন্নতির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ জানুয়ারি ২০২৪ইং হতে ০২ ফেব্রুয়ারি ২০২৪ (সাত দিন) তায়কোয়ানদো রেফারি কোর্স। উক্ত রেফারি কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবে রাজশাহী বিভাগের তায়কোয়ানদো প্রশিক্ষকগন।
তায়কোয়ানদো রেফারি কোর্সটি দ্বারা একজন প্রশিক্ষক জানতে পারবে কিভাবে একটি তায়কোয়ানদো খেলা সুষ্ঠ ও নিখুঁতভাবে পরিচালনা করতে হয়। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আমরা নিজেদের তথা বাংলাদেশের মান বজায় রাখতে পারি সেজন্য রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন কর্তিক রেফারি কোর্স আয়োজিত হবে। উক্ত কোর্সটি আয়োজন করছেন রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মুমিত হাসান।
রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন কর্তিক রেফারি কোর্স রেজিট্রেশন এর জন্য যোগাযোগ করুন
মুমিত হাসান
সাধারন সম্পাদক
রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন
মোবা: 01711942538
rajshahitaekwondo.com