রাজশাহী বিভাগে তায়কোয়ানদো মার্শাল আর্ট ক্রীড়াটির উন্নয়নের লক্ষে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন কতৃক অনুমদিত রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন কতৃক রাজশাহী বিভাগের তায়কোয়ানদো প্রশিক্ষনার্থীদের নিয়ে “ তায়কোয়ানদো বেল্ট টেস্ট – ২০২৪ ” পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জনাব মুমিত হাসান।
উক্ত তায়কোয়ানদো বেল্ট টেস্টটি অনুষ্ঠিত হয় রাজশাহীর উপশহর এলাকার শহীদ এইচ এম কামরুজ্জামান ডিগ্রী কলেজ, মাঠ প্রাঙ্গনে। রাজশাহী বিভাগ হতে তায়কোয়ানদো বেল্ট টেস্ট এ অংশগ্রহন করেন রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর ৫৭ জন প্রশিক্ষনার্থী।
রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন – এর তায়কোয়ানদো বেল্ট টেস্ট – (ফেব্রুয়ারী) ২০২৪ এর সনদ ,আইডি কার্ড ও কালার বেল্ট প্রদান করা হবে আগামী ০৫ মার্চ ২০২৪ ইং তারিখে।