বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর সাথে থাইল্যান্ডের MOU স্বাক্ষর- রা.বি.তা.এসো

বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর উন্নয়ন ও বাংলাদেশের ক্রীড়াঙ্গন উন্নয়নের লক্ষে আজ বাংলাদেশ থেকে থাইল্যান্ড এ গেলেন জনাব মোঃ রাশেদুল হাসান। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এর তায়কোয়ানদো বিভাগের প্রশিক্ষক ও বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান।

 

জনাব মোঃ রাশেদুল হাসান- আর.এস.আর( ইন্টারন্যাশনাল তায়কোয়ানদো একাডেমী) এর সাধারন সম্পাদক ও প্রধান প্রশিক্ষক সহকারী অধ্যাপক জনাব রংশ্রিত জামেরেম,( পিএইচডি )  সাথে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর যৌথভাবে সকল কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে MOU চুক্তি পত্র যৌথ ভাবে স্বাক্ষরিত করার মাধ্যমে MOU কার্যক্রম সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *