রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন কর্তৃক তায়কোয়ানদো রেফারি ট্রেনিং কোর্স- ২০২৪ এর সমাপ্তি হল।

রাজশাহী বিভাগে তায়কোয়ানদো মার্শাল আর্ট ক্রীড়াটির প্রচার, প্রসার ও উন্নয়নের লক্ষে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন কতৃক অনুমতিক্রমে রাজশাহী বিভাগের তায়কোয়ানদো প্রশিক্ষকদের নিয়ে “ তায়কোয়ানদো রেফারি ট্রেনিং কোর্স- ২০২৪ ” পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জনাব মুমিত হাসান।

উক্ত কোর্সটি রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম (রাজশাহী জেলা স্টেডিয়াম নামেও পরিচিত) এর জিমনেসিয়ামে ২৮ই জানুয়ারী ২০২৪ ইং তারিখ থেকে ০৩ই ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ পর্যন্ত মোট ৭দিন তায়কোয়ানদো মার্শাল আর্ট রেফারি প্রশিক্ষন প্রদান করা হয়।

রেফারি কোর্স এ অংশগ্রহন করেন -১)মারিন আশরাফী, ২) মোছাঃ শ্রাবন্তী ইসলাম, ৩) মোঃ ইহতেশামুল আলম, ৪) মোঃ আশিক মাহমুদ, ৫) মোঃ মাসুদ রানা, ৬) মোঃ আইয়ুব নবী (শান্ত) এবং ভবিষ্যতেও প্রতি বছর ধারাবাহিকভাবে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো রেফারি ট্রেনিং কোর্সটি চলমান থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *